Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় সেনার গুলিতে দুই পাক সেনাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সীমান্তের নিয়ন্ত্রণরেখা জুড়ে ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে আরও দুই পাকিস্তানি সেনাসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নারীসহ আরও তিনজন বেসামরিক নাগরিক আহত হয়।

আজ শনিবার দুপুরে এ তথ্য জানান পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন মিডিয়া পরিচালক।

গতকাল শুক্রবার ধরাপড়া ভারতীয় পাইলটকে মুক্তি দেয় পাকিস্তান। এ ঘটনায় অনেক বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্তের উত্তেজনা কমবে।

আইএসপিরের এক বিবৃতির উল্লেখ করে দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, বেসামরিক নাগরিককে লক্ষ্য করে ছোড়া গুলি বিনিময়কালে নাকিয়াল সেক্টরে ওই দুইজন পাকিস্তানি সৈন্য নিহত হয়। নিহত দুই সেনা হলেন-হাবিলদার আব্দুর রুব এবং নায়েক খুরাম।

এর আগে আইএসপিআরের রিপোর্টে বলা হয়, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই নাগরিক নিহত হয়েছে। এতে নারীসহ আহত হয়েছে আরও তিনজন। রিপোর্টে আরও বলা হয়, নিয়ন্ত্রণরেখায় ভারতের এক স্নাইপারের ছোড়া গুলিতে ডাররা শের খান ১৯ বছর বয়সী আব্দুল গফ্ফার নামে এক তরুণ আহত হয়েছিল।

আহত নাগরিকদের কোটলির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনী ‘ভারতীয়দের লক্ষ্য করে কঠিন জবাব দিয়েছে’।

অন্যদিকে প্রত্যহ পাকিস্তানি বিমানবাহিনী ও নৌবাহিনী সতর্কতা জারি করছে বলে জানিয়েছে আইএসপিআর।

Bootstrap Image Preview