Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাসুদ আজহার কিডনি বিকল রোগে ভুগছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


পাকিস্তানের সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদের’ প্রধান মাওলানা মাসুদ আজহার কিডনি রোগে ভুগছেন। তার কিডনি বিকল হয়ে গেছে। রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে।

শুক্রবার পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান।  

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন তথ্য দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশি বলেছিলেন, মাসুদ আজহারি ভালো নেই। এরপরেই ভারতীয় কর্মকর্তারা এমন খবর দিয়েছেন।

এ বিষয় ভারতের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে, মাসুদ আজহার কিডনি বিকল হওয়ার রোগে ভুগছেন। তাকে নিয়মিত হাসপাতালে ডায়ালাইসিস করতে হচ্ছে।

এর আগে কুরাইশি বলেন, আমার জানা মতে, জইশ প্রধান পাকিস্তানে রয়েছেন। তার অসুস্থতা এমন পর্যায়ে চলে গেছে যে তিনি বাড়ি থেকে বের হতে পারেন না। কারণ তিনি সত্যিকার অর্থে অসুস্থ।

ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাসুদ আজহার। ব্রিটেনের মসজিদগুলোতে ধর্মীয় আলোচনায় জিহাদি ভাষ্য নিয়ে এসেছিলেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের একটি আধাসামরিক বাহিনীরর ৪৪ জওয়ান নিহত হয়েছিলেন। জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে।

Bootstrap Image Preview