Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসলামিক ফোরাম অব আফ্রিকার ২০১৯ এর পরিচালনা পরিষদ গঠন

এস.আই রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০২:১১ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০২:১২ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রভিন্সের ২০১৯ সালের জন্য ইসলামিক ফোরাম অব আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আলী আকবর।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় আইএফএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ইসলামিক ফোরাম অব আফ্রিকার কর্মী সমাবেশ।

এতে উপস্থিত ছিলেন, ঘাউটেং প্রভিন্সের জোহবার্গ টাউন, ফোর্ডসবার্গ, সোয়েটো, মার্লবেন, ফ্রোসেসট্রম, টারপোন্টিন, নিউ ল্যান্ডস, ভোসলোরাস, র্জামিস্টন,স্পিরিংসসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দরা। 

সাবেক সেক্রেটারি আবদুল মুমিন মুন্নার পরিচালনায় সেন্ট্রাল মরিটরিং সেল এর ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যে অনুষ্ঠান শুরু হয়।

স্পেশাল গেষ্ট হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক সার্কেল অব সাউদার্ন আফ্রিকার জোহানসবার্গ প্রভিন্স সেক্রেটারি মুনাজার আলী।

আরো বক্তব্য রাখেন, মনিটরিং সেলের সদস্য আলী আকবর, শাহাদত হোসেন, রাষ্ট্রেনবার্গ প্রভিন্স সভাপতি কাজী আবদুল হান্নান, নর্দানকেপ সভাপতি আবদুল হান্নান মোল্লা প্রমুখ।

২০১৯ সালের জন্য সভাপতি হিসেবে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন আলী আকবর। সেক্রেটারিয়েট হিসেবে মনোনয়ন পেয়েছেন, আমির হোসেন, মো.শরীফ উদ্দিন, আশফাকুজ্জামান দীপু, নোমান মাহমুদ, নিজাম উদ্দিন, আব্দুল মতিন, জোবায়ের ছিদ্দিকী, রাসেল তালুকদার,আমানত উল্যাহ ফারুক, আবদুল কুদ্দুস।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Bootstrap Image Preview