Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্লাসিকোয় আজ রিয়ালের প্রতিশোধের লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০১:৩৮ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০১:৩৮ PM

bdmorning Image Preview


কোপা দেল রে সেমিফাইনালে বার্সেলোনার কাছে ০-৩ হেরে যায় রিয়াল মাদ্রিদ। তিন দিনের মাথায় হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে এবারের লড়াইটা স্প্যানিশ লা লিগার, ফিরতি এল ক্ল্যাসিকো। রাত পৌনে দু’টায় শুরুটা ম্যাচটি শুরু হবে।

বুধবার রাতের এল ক্লাসিকোয় জয়ের পর সান্তিয়াগোতেই থেকে গিয়েছিল বার্সা। গুরুত্বপূর্ণ ম্যাচে আগে শুক্রবার বার্সার অনুশীলনে ছিল ভিন্ন মাত্রা। অনুশীলন শুরু হওয়ার আধা ঘন্টা পর শিষ্যদের নিয়ে হাজির হন আর্নেস্তো ভালভার্দে। 

আধা ঘন্টা দেরি করে অনুশীলন শুরু করার কারণ হিসেবে জানা গেছে রিয়ালের  টেকনিক, ট্যাকটিক্যাল দুর্বলতাগুলো একটি ভিডিও মাধ্যমে শিষ্যদের ভালোকরে বঝিয়ে দিয়েছেন তিনি। রিয়ালের ম্যাচগুলো দেখে ভিডিওটা তৈরি করেছেন বার্সেলোনা কোচ নিজেই।

দু’দল এই ক্লাসিকোর আগে সমান-সমান অবস্থায় দাঁড়িয়ে। দু’দলই জিতেছে ৯৫টি করে ম্যাচ। ড্র ৫০। তবে সর্বকালীন পরিসংখ্যান নিয়ে মানুষের উৎসাহ কম। শেষ ছ’ম্যাচের হিসাব দেখলে এগিয়ে লিয়োনেল মেসিরাই। বার্সা জিতেছে তিন বার। রিয়াল একবার। তা ছাড়া এ বারের লা লিগায় শীর্ষে বার্সাই।

নিজেদের মাঠে সান্তিয়াগো সোলারির শিষ্যদের এবার লড়াই নিজেদের দ্বিতীয় স্থানে তুলে আনার। শীর্ষে ওঠার সুযোগই নেই। কারণ, বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান ৯। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধান ৭ পয়েন্টের। বার্সাকে আজ হারাতে পারলে সেই ব্যবধান দাঁড়াবে- ৬ এ। অ্যাটলেটিকোকে টপকে রিয়াল উঠে যাবে দ্বিতীয় স্থানে।

Bootstrap Image Preview