Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০১:৪২ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০১:৪২ PM

bdmorning Image Preview


পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে আসন্ন ফিফা ফ্রেন্ডলি ম্যাচের স্কোয়াড ঘোষণা করলেন ব্রাজিল ফুটবল দলের কোচ তিতে। ঘোষিত ২৩ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার ভিনিয়াস জুনিয়র। এছাড়া দলে নতুন মুখ এডের মিলিতাও।

এদিকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ইনজুরির জন্য স্কোয়াডে রাখা হয়নি নেইমারকে। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর  লড়াইয়ে মাঠে নামার আগে পায়ের গোড়ালিতে পুরনো ইনজুরিতে আড়াই মাস খেলার মাঠ থেকে ছিটকে গেছেন। নেইমার না থাকলেও জায়গা ধরে রেখেছেন ফর্মের কারণে বার্সা একাদশের বাইরে থাকা ফুটবলার কুতিনহো।

চলতি মাসের ২৩ তারিখ এফসি পোর্তোর মাঠে এস্তাদিও ডো দ্রাগাওতে পানামার মুখোমুখি হবে ব্রাজিল। তিনদিন পর প্রাগ শহরে গিয়ে চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: মিরান্ডা (ইন্টার মিলান), থিয়াগো সিলভা (পিএসজি), এডের মিলিতাও (পোর্তো), মারকুইনোস (পিএসজি), দানি আলভেজ (পিএসজি), দানিলো (ম্যানচেস্টার সিটি), ফিলিপে লুইস (অ্যাতলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)।

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), আর্থুর মেলো (বার্সেলোনা), ফাবিনহো (লিভারপুল), এলান (নাপোলি), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), ফেলিপে অ্যান্ডারসন (ওয়েস্টহাম), লুকাস পাকুইতা (এসি মিলান),

ফরোয়ার্ড: এভারটন (গ্রেমিও), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), ভিনিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

Bootstrap Image Preview