Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফাইনালের লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০১:০৯ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview


টানা চার আসরের চ্যাম্পিয়নরা বার্সেলোনা কোপা দের রের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভ্যালেন্সিয়াকে পেল। আগামী ২৫ মার্চ আসরের ফাইনালে ভ্যালেন্সিয়াকে মোকাবিলা করবে আর্নেস্তো ভালভারদের ছাত্ররা।

রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠে বার্সা। আর ভ্যালেন্সিয়া দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে রিয়াল বেটিসকে হারিয়ে ১১ বছর পর কোনো আসরের ফাইনালে ওঠে তারা।

এদিক চতুর্থবারের মতো কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। আগের তিনবারের মধ্যে ১৯৫২ সালে ভ্যালেন্সিয়াকে ৪-২ ও ১৯৭১ সালে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। ১৯৫৪ সালে বার্সাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল ভ্যালেন্সিয়া।

চলতি লা লিগায় দুবারের দেখায় ভ্যালেন্সিয়াকে হারাতে পারেনি বার্সা। অক্টোবরে ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ গোলে ড্রয়ের পর ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে কাতালানরা।

কোপা দেল রের ইতিহাসে সবচেয়ে বেশি সফলতা আছে বার্সা। ৩০ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে কাতালানরা। এছাড়াও অ্যাথলেটিকো বিলবাও ২৩ বার জিতেছে এই শিরোপা। ক্লাব রিয়াল মাদ্রিদ জিতেছে ১৯ বার। এছাড়াও অ্যাথলেটিকো মাদ্রিদ ১০ বার ও এবারের ফাইনালিস্ট ভ্যালেন্সিয়া জিতেছে ৭ বার।

Bootstrap Image Preview