Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতি মামলায় ফেঁসছেন নেতানিয়াহু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১০:৪৪ AM

bdmorning Image Preview


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতি মামলায় ফেঁসে যাচ্ছেন। আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে নেতানিয়াহুর জন্য এটি হবে বড় ধাক্কা। দেশটির এটর্নি জেনারেল গতকাল বৃহস্পতিবার একথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্ভবত এই ঘটনায় দোষী প্রমাণিত হতে যাচ্ছেন। ইসরাইল পুলিশ জানিয়েছে, ঘুষ, প্রতারণা ও অবৈধভাবে ক্ষমতার ব্যবহারের দুটি পৃথক মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত কয়েকজনের কাছ থেকে অন্তত ২ লাখ ৮৩ হাজার ডলার মূল্যের ‘উপহার’ গ্রহণ করেছেন। এদের মধ্যে অন্যতম হলেন চলচ্চিত্র প্রযোজক মিলচ্যান। জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়, উপহারগুলোর বেশির ভাগ ছিল শ্যাম্পেন ও সিগার।

পুলিশ বলছে, অস্ট্রেলিয়ান ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকেও ‘উপহার’ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হতে পারেন নেতানিয়াহু। তারা বলছে, নেতানিয়াহুকে এসব বিষয়ে এ পর্যন্ত সাতবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তারা।

Bootstrap Image Preview