Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুতিনহোর বিকল্প হিসেবে বার্সার নজরে যে তিন ফুটবলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview


এক বছর হয়ে গিয়েছে বার্সেলোনায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপ কুতিনহো। লিভারপুল থেকে তাঁকে রেকর্ড অর্থে দলে নিয়েছিল কাতালান জায়েন্টরা। নতুন ক্লাবে শুরুতে নজর কাড়লেও, বর্তমানে তেমন ছন্দে নেই তিনি। যার কারণ চোট এবং ধারাবাহিকতার অভাব।

স্পেনের সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী, তাঁকে বিক্রি করতে চায় বার্সা। তাঁকে রেডারে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই এর মতো দলও। তবে কুতিনহোকে বিক্রি করলে তাঁর পরিবর্ত হিসাবে কাকে নিতে পারে বার্সা?

দেখে নিন তেমনই তিন ফুটবলারের ব্যাপারে, যাঁদের কুতিনহোর পরিবর্তে তালিকায় রেখেছে বার্সেলোনা

১। জুলিয়ান ড্রাক্সলার

প্যারিস সাঁ জা দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। চলতি মরশুমে নতুন প্যারিস সাঁ জা কোচ টমাস টাচেলের তত্ত্বাবধানে বেশ নজর কেড়েছেন তিনি। গুরুত্বপূর্ণ পাস, অ্যাসিস্ট সবই রয়েছে তাঁর নামের পাশে। তবে তাঁকে নিতে গেলে ৫ কোটি পাউন্ড খরচা করতে হবে বার্সাকে। অন্যদিকে কুতিনহোর দর ১২ কোটি পাউন্ডের কাছাকাছি। ফলে কুতিনহোকে দিয়ে ড্রাক্সলারের নেওয়ার সঙ্গে আর্থিক লাভ করতেও পারে বার্সা।

২। পাওলো ডিবালা

এই মুহূর্তে আর্জেন্তিনার ভবিষ্যত্‍ তিনি। জুভেন্তাসের অন্যতম তারকা ফুটবলার তিনি। তবে চলতি মরশুমে প্রথম দলে তেমন সুযোগ পাচ্ছেন না। পাস বাড়ানো, অ্যাসিস্ট সবেতেই এগিয়ে তিনি। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলার তিনি। ফলে মেসির সঙ্গে তাঁকে পেলে লাভই হবে বার্সার।

৩। ক্রিশ্চিয়ান এরিকসন

এই মুহূর্তে বিশ্বের অন্যতম তারকা ফুটবলার ডেনমার্কের এরিকসন। চলতি মরসমে টটেনহ্যাম জার্সিতে ১২টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। কেরিয়ারে ট্রফি জিততে মরিয়া তিনি। ফলে কুতিনহো জায়গায় মিডফিল্ডে ভরসা কাণ্ডারি হতে পারেন তিনি।

Bootstrap Image Preview