Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে ভারতের বিমান হামলার সেই ভিডিওটি ভুয়া

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০১ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের সম্ভাব্য জঙ্গি আস্তানায় ভারতীয় বিমানবাহিনীর হামলার যে ভিডিওটি হেয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটারে ভাইরাল হয়েছে সেটি আসলে একটি ভিডিও গেম থেকে তৈরি। ভারতীয় বিমান হামলার নয়।

ভারতীয় বিমানবাহিনীর মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের মাটিতে জঙ্গি গোষ্ঠী ‘জৈশ-ই-মোহাম্মদ’ এর আস্তানায় হামলার খবরগোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ সেই হামলা নিয়ে নানাধরনের মন্তব্য করেছেন।

তবে নানামুখী মন্তব্যের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় আকাশ থেকে একটি আস্তানায় একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে। একইসঙ্গে ভিডিওটিতে গুলি করতেও দেখা যায়। ভারতের ‘ইন্ডিয়া টুডে’ সংবাদপত্র অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর মঙ্গলবারের হামলার আসলে কোনো সম্পর্কই নেই।

বরং ভিডিওটি ‘আর্মা ২’ নামের একটি ভিডিও গেম থেকে তৈরি করা হয়েছে। এটি কয়েকবছর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছিল। সুযোগ বুঝে কেউ একজন ভিডিওটিকে মঙ্গলবারের হামলার ভিডিও বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।

Bootstrap Image Preview