Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘কোনও সমঝোতা নয়, আমরা পাইলটকে ফেরত চাই’, পাকিস্তানকে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের সঙ্গে কোনও সমঝোতা নয়, আমরা পাইলটকে ফেরত চাই। ইসলামাবাদকে এমন বার্তা পাঠিয়েছে নয়া দিল্লি। সমঝোতা করার প্রক্রিয়া অভিপ্রায় না থাকায় কূটনৈতিক চ্যানেল দিয়েও বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। এর আগে পাকিস্তানের রাষ্ট্রদূতকে এ সংক্রান্ত তথ্য তুলে দেয়া হয়েছে।

পাশাপাশি তার মাধ্যমে ইসলামাবাদের কাছে দিল্লি ওই পাইলটকে দ্রুত ভারতে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে। 

উল্লেখ্য, বুধবার সকালে ভারতের আকাশে চারটি পাকিস্তানের যুদ্ধবিমান ঢুকে পড়ে। যার মধ্যে একটিকে ধ্বংস করে বলে দাবি করে ভারত। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভারতের আকাশে পাকিস্তান যুদ্ধবিমানের অনুপ্রবেশের চেষ্টা।

অন্যদিকে, বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। এর মধ্যে একটি বিমান কাশ্মীরে ভারত সীমান্তে পড়লেও অপরটি পড়ে পাকিস্তানের মধ্যে। ওই বিমানে থাকা পাইলটকে আটক করা হয়। এছাড়া ভারতীয় বিমান বাহিনীর বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া যায়।-এনডিটিভি

Bootstrap Image Preview