Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিবিড়ভাবে ভারত-পাকিস্তানকে পর্যবেক্ষণ করছে চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview


ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনের সামরিক বাহিনী। বৃহস্পতিবার প্রতিবেশী দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ওই মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ভারত ও পাকিস্তান উভয়েই চীনের বন্ধু। তারা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করুক। যেসব মতপার্থক্যের কারণে তাদের মধ্যে এই উত্তেজনা সেটা নিরসনে কাজ করতে হবে দুই দেশকেই।’

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল রে গুয়াংচাং ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে করা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তাদের সর্বশেষ অবস্থার খোঁজ খবর রাখছি। চীন দুই দেশের চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

তিনি আরও বলেন, ‘ভারত আর পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ। এই দুই দেশের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে সেটা এই অঞ্চল ও বিশ্বের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। সাথে সাথে এর মাধ্যমে উভয় দেশের স্বার্থও সংরক্ষিত হয়।’

মঙ্গলবার পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায় ভারত। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানিভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী বোমা হামলার ‘প্রতিশোধে’ ভারতের এই হামলা। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সীমান্তে ঢুকে হামলা চালিয়েছে ভারত।

ভারতের হামলার পর পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে কাশ্মীরে হামলা চালিয়ে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। তারা ভারতের একজন পাইলটকেও আটক করেছে। পরস্পরের হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন চরমে।

Bootstrap Image Preview