Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আটকেপড়া পাকিস্তানিদের খাবার দিচ্ছে ভারতীয় পুলিশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের পাঞ্জাবে আটকেপড়া পাকিস্তানি নাগরিকদের খাবার বিতরণ করছে দেশটির পুলিশ কর্মীরা। হঠাৎ করে ভারত-পাকিস্তানের সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেয় পাকিস্তান। এতে বিপাকে পড়ে পাকিস্তানের দিকে যাওয়া যাত্রীরা। পরে তাদের পাঞ্জাব পুলিশ খাবার বিতরণ করে। দু'দেশের এ রেল সার্ভিসকে বন্ধুত্বের স্মারক হিসেবে দেখা হয়।

এএফপি বৃহস্পতিবার বিকালে অমৃতসর থেকে খাবার বিতরণের এমন ছবি তোলে। সমঝোতা রেল সার্ভিস ভারতের আতারি ও অমৃতসর থেকে পাকিস্তানের লাহোরে চলাচল করে।

বৃহস্পতিবার সকাল ৮টায় পাকিস্তানের লাহোর থেকে পাঞ্জাবের অমৃতসারের উদ্দেশে ছাড়ার কথা ছিল সমঝোতা এক্সপ্রেসের। কাশ্মীর নিয়ে সীমান্তে উত্তেজনার জেরে লাহোর থেকে অমৃতসারগামী যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দেয় পাকিস্তান। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও পাকিস্তানের ডন অলনাইন ভার্সনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে।

পাকিস্তানের রেলওয়ের অতিরিক্ত সাধারণ ব্যবস্থাপককে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের রেল মন্ত্রণালয়।

বুধবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, যুদ্ধাবস্থা বিরাজ করলেও দুই দেশের ট্রেন যোগাযোগ অব্যাহত থাকবে। ভারত থেকে ট্রেন নির্ধারিত সময়েই ছাড়বে।

ভারতের উত্তরাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে আটারিগামী সমঝোতা এক্সপ্রেসে চড়ে ভারত ছেড়েছেন ২৭ যাত্রী। তাদের মধ্যে তিনজন পাকিস্তান ও ২৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

সমঝোতা এক্সপ্রেস ভারত-পাকিস্তানের মধ্যে চলা একটি ট্রেন সার্ভিস। দুই সপ্তাহ পরপর সোমবার ও বৃহস্পতিবার চলে ট্রেনটি।

প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহর হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে।

এ হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি।

এখানেই থেমে নেই, গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধবিমানকে ভূপাতিত করেন পাকিস্তানি সেনারা। জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করে।

Bootstrap Image Preview