Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুদ্ধের মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল তুরস্ক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


উপমহাদেশে চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত উত্তেজনার মাঝেই দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। ভারতীয় হামলার ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশির সঙ্গে এক ফোনালাপে একই সহানুভূতির কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ জাইশ আওগালু (মেভলুত চাভুসওগ্লু)।

রেডিও পাকিস্তানের বরাতে ডন অনলাইনের খবরে এমন তথ্য জানানো হয়।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবুধাবিতে ওআইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও তাকে ফোন করে বর্তমান পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান পাক পররাষ্ট্রমন্ত্রী।

কাশ্মীর সীমান্তে দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে বিধ্বস্ত করার কয়েক ঘণ্টা পর পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, তারা ভারতের সঙ্গে কোনো যুদ্ধে যেতে চাচ্ছেন না। নয়াদিল্লির সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আকাশসীমা লঙ্ঘন করায় তারা দুটি ভারতীয় ফাইটার জেটকে ভূপাতিত করেছে।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ‘সকালে পাকিস্তান বিমান বাহিনী কর্তৃক ভারতে হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে ভারতীয় বিমান। এ সময় পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় বিমানকে ভূপাতিত করে। একটি বিমান পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরে এবং অন্যটি ভারত অধিকৃত কাশ্মীরে পড়েছে। এতে দুজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন।’

এদিকে আটক ভারতীয় জেট বিমানের দুই পাইলটের মধ্যে একজনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।

আজ বুধবার দুপুরের এই ভিডিও প্রকাশ করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্লাইট সুট পরা একজন ব্যক্তি হাত পেছনে বাঁধা অবস্থায় কথা বলছেন। তার পরিচয় জানিয়ে তিনি বলেন, ‘আমার নাম উইং কমান্ডার অভিনন্দন। আমার সার্ভিস নম্বর ২৭৯৮১। আমি এই ফ্লাইটের পাইলট। আমার ধর্ম হিন্দু।’

পাকিস্তানি সেনারা তাকে আরও প্রশ্ন করতে গেলে তিনি জাবাবে বলেন, দুঃখিত স্যার। আমার এইটুকুই বলার অনুমতি রয়েছে।’

এরপর তিনি কাউকে জিজ্ঞেস করছেন, ‘আমি কি পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী আছি কিনা- এটা জানা আমার অধিকার।’

তাকে আরও প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে অস্বীকার করেন। ভিডিও ছাড়াও পাইলট অভিনন্দনকে ঘটনাস্থল থেকে আটকের সময়ের একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে।

Bootstrap Image Preview