Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকবাজার অগ্নিকাণ্ডে যুক্তরাজ্যের শোক প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৮ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য। রাজধানী ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট। ইউএনবি এর একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দেয়া ওই বিবৃতিতে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট তিনি বলেন, ‘ঢাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ সপ্তাহের শুরুতে আমি শহরটি সফর করেছিলাম।’

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল।

বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০ জন নিহত ও অর্ধশতাধিক গুরুতর দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন পেনি মরডান্ট। সফরকালে কক্সবাজারের কুতুপালংয়ের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তিনি।

এছাড়াও ইউকেএইডের সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা গ্রহণকারী ও রাখাইনে সহিংসতা শিকার হওয়া রোহিঙ্গা নারী-শিশুদের সাথে কথা বলেন তিনি।

Bootstrap Image Preview