Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোজ মার খাওয়ার চেয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা ভাল: রামদেব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫১ PM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপারে ভারতের যোগগুরু বাবা রামদেব বলেছেন, রোজ রোজ মার খাওয়ার চেয়ে পাকিস্তানকে শিক্ষা দিতে যুদ্ধে লড়াই করা উচিত ভারতের।

গতকাল মঙ্গলবার পতঞ্জলির একটি বিপণি বিতানের উদ্বোধনের পর সাংবাদিকদের রামদেব বলেন, বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়াই করছে, তাদের আর্থিক ও রাজনৈতিকভাবে সাহায্য করা উচিত ভারতের। তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করাও উচিত ভারতের। বালুচিস্তানকে স্বাধীন করতে সব ধরনের সহায়তা করা উচিত।

রামদেব বলেন, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারতের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের মুখের ওপর জবাব দিতে হবে। সবার আগে পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে।

তিনি বলেছেন, পাকিস্তানের জঘন্য কার্যকলাপে ভারতের প্রায় ৫০ হাজার সেনা ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এখন আমাদের পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। রোজ রোজ মার খাওয়ার চেয়ে বরং যুদ্ধে লড়াই করা দরকার এবং পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা আগামী ৫০ বছর উঠে দাঁড়াতে না পারে।

তার মতে, পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। পাক অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো ধ্বংস করতে হবে।

তিনি বলেন, পাকিস্তান যাতে সম্পূর্ণ ধ্বংস হয়, সে জন্য দেশটির বিদ্রোহীদের সমর্থন দেয়া উচিত ভারতের। পাকিস্তান তাদের জঘন্য কার্যকলাপ বন্ধ না করা পর্যন্ত এটা করতে হবে। এবিপি আনন্দ।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ।

Bootstrap Image Preview