Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকার করলেন সৌদি বাদশাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সমর্থনের অঙ্গীকার করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

মঙ্গলবার রিয়াদ সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে সৌদি বাদশাহ জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের সঙ্গেই রয়েছেন।

দ্বিপাক্ষিক এ বৈঠকে ফিলিস্তিনি অঞ্চলগুলোর সর্বশেষ পরিস্থিতি সৌদি বাদশাহকে জানিয়েছেন আব্বাস। অব্যাহত ভূমি দখল ও তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের প্রচেষ্টার বিষয়ে সৌদি বাদশাহকে জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

এ সময় ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান মাহমুদ আব্বাস।

বৈঠকে সৌদি সরকারের পক্ষে রিয়াদের গভর্নর ফায়সাল বিন বানদার ইবনে আবদুল আজিজ, পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-আসাফ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডা আদেল আল জুবাইর।

ফিলিস্তিনি প্রেসেডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পিএলও(প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন) সেক্রেটারি সাইব আরিকাত, ফিলিস্তিনি গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজ, প্রেসিডেন্টের কুটনৈতিক উপদেষ্টা মাজদি খালিদি এবং সৌদি আরবে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাসেম আবদুল্লাহ আলা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview