Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাঁকা হয়ে গিয়েছে সাকিবের আঙুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview


যে আঙুলের খেলায় প্রতিপক্ষের ব্যাটসম্যানকে পরাস্থ করে গর্ব বোধ করতেন সেই আঙুল এখন মাথা বেথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়ে এমনটাই মনে করছেন সাকিব আল হাসান।
দেশের  দৈনিক শীর্ষ  পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তাঁর আঙুল ভাঙেনি তবে কিছু একটা হয়েছে। যে জন্য আঙুল বাঁকা হয়ে গেছে। এখন ইনজুরির সব ধকল আঙুলের উপর দিয়ে যাচ্ছে বলে ধারণা এই অলরাউন্ডারের।

'ভাঙে নাই। তবে কিছু একটা হয়েছে। ব্যথা আছে। বাঁকা হয়ে গেছে, সোজা আঙুলটা এখন বাঁকা। কিছুদিন ধরে আঙুলের উপর দিয়ে যাচ্ছে।'

,এই ইনজুরির আগে নিজের আঙুল নিয়ে তাঁর দুশ্চিন্তা করতে হয়নি। কিন্তু গত দুই বছরে নিয়মিত আঙুলের ইনজুরি তাকে চিন্তায় ফেলে দিয়েছে।

তিনি আরও 'দু-একবার হয়েছে। তবে সর্বশেষ কিছুদিন আগে তো আঙুল নিয়ে এ রকম দুশ্চিন্তা করতে হয়নি। ভালোই ছিলাম, আঙুলগুলো সুন্দর লাগত। অন্যদের আঙুল দেখে বরং ভাবতাম যে আমার আঙুলগুলো কত সুন্দর! তবে গত কিছুদিনে বেশ কবার হলো। (বাঁকা হয়ে থাকা ডান হাতের অনামিকা দেখিয়ে) এটা হয়েছে বিপিএল সেমিফাইনালে। এই দেখেন, এই যে।'

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে চোট পান সাকিব। এরপর গত বছর এশিয়া কাপের মাঝ পথে দেশে ফিরে আঙুলের অপারেশন করান। 

Bootstrap Image Preview