Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেড ডেভিলদের থামিয়ে ইতিহাস গড়ল পিএসজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২১ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২২ AM

bdmorning Image Preview


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটডকে ২-০ গোলে হারাল প্যারিসের ক্লাবটি। তাদের হয়ে গোল দুটি করেন কিম্পেম্বে ও এমবাপে।এতেই প্রথম ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের নজির গড়ল প্যারিস সেন্ট জার্মেইন। দলটির হয়ে এদিকে লাল কার্ড দেখলেন পল পোগবা।  তাই ৬ মার্চ ফিরতি লেগে পিএসজির মাঠে পল পগবাকে ছাড়াই খেলতে হবে ইউনাইটেডকে। 

আক্রমণভাগের দুই তারকা ফুটবলার  নেইমার ও এডিনসন কাভানির অনুপস্থিতিতে প্রথমার্ধে সাদামাটা ফুটবল। দুটি দলের কেউই তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির ঠিক আগেই পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ইউনাইটেডের জেসি লিংগার্ড। পরিবর্ত হিসেবে মাঠে নামেন আলেক্সি স্যাঞ্চেজ। প্রথমার্ধে ম্যাচ গোল শূন্য ড্র থাকলেও ছিল ফাউলের ছড়াছড়ি৷ প্রধমার্ধে মোট ১৩ বার ফাউলের বাঁশি বাজান রেফারি। পাঁচ জন হলুদ কার্ড দেখেন৷ এর মধ্যে পিএসজি-র তিন জন।

দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম সুযোগটি পায় পিএসজি। এমবাপের হেড ঝাঁপিয়ে কর্নার করে দেন দাভিদ হিয়া। কিন্তু ৫৩ মিনিটে দি মারিয়ার কর্নার থেকে পিএসজিকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার কিম্পেম্বে। এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা পিএসজি প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায়। সাত মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্সের দলটি৷ ৬০ মিনিটে বাঁ-দিক থেকে দি মারিয়ার ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে প্লেসিং শটে বল ম্যান ইউ-র জালে জড়ান এমবাপে। আর ৮৯ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে পগবার মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।

ওলে গানার সোলসজায়ারের অধীনে ইউনাইটেড প্রথম হারের স্বাদ পেল। ১১ ম্যাচ পরে ইউরোপ সেরার আসরেই ছন্দপতন রেড ডেভিলসদের। লুইস ফন গালের পর দ্বিতীয় ইউনাইটেড কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচেই হারলেন তিনি ।

এদিকে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের অন্য ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোকে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে রোমা। ইতালিয়ান ক্লাবটির হয়ে দুটি গোলই করেছেন টিনএজার নিকোলো জানিওলো।

Bootstrap Image Preview