Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যমুনার চরে চিনাবাদাম চাষে উদ্বুদ্ধকরণ সভা

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৪ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় যমুনা নদীর চরে চিনাবাদাম উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস উপলক্ষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের দক্ষিণ সহড়াবাড়ি ও কৈয়াগাড়িতে পৃথক পৃথক ভাবে দুটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আদর্শ কৃষক শাহজাহান আলীর সভাপতিত্বে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শহিদুল আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন, দিপ্তী রানী রায়।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা খলিলুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুনজুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, শাহিনূর ইসলাম, আব্দুল হামিদ, জুয়েল হোসেন, সাজেদুল করিম, জহুরুল ইসলাম, আব্দুস সাত্তার, ইউপি সদস্য শরিফা খাতুন, কৃষক আব্দুর রাজ্জাক, ফরিদ উদ্দিন ও বদিউজ্জামন বদি প্রমুখ।

Bootstrap Image Preview