Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ ‘লোক দেখানো মানবিকতা’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০১ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ত্রাণ প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণকে ‘লোক দেখানো মানবিকতা’ বলে উল্লেখ করেন।

শুক্রবার তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুতায় আটকে আছে। সেখানে অবস্থানরত স্বেচ্ছাসেবকরাও অবস্থান করছেন।

মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র এসব ত্রাণ পাঠানোর অন্তরালে ভেনেজুয়েলায় অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, আমরা মানবিক ত্রাণের এই প্রদর্শনী দেখাতে দেব না। কারণ আমরা কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করি না।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ময়দা, মরিচ, চাল এবং রান্নার তেল এবং ব্যক্তিগত টুথব্রাশ এবং সাবান, পাঠিয়েছে।

এসব অনুদান ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর অনুরোধে মার্কিন সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে বলা হয়েছে।

অন্যদিকে ভেনেজুয়েলার একটি হাসপাতাল জানায়, সেখানে গত সপ্তাহে ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশু দূষিত খাবার ও পানির কারণে বিভিন্ন রোগে ভুগছিল।

ওই হাসপাতালের দায়িত্বরত এক কর্মচারী সংবাদ মাধ্যম আল-জাজিরাকে জানায়, সেখানে আরো ডজন খানেকের মত শিশু নানা রোগে ভুগছে কিন্তু প্রয়োজনীয় ওষুধ না থাকায় তাদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

গত এক মাস ধরে ভেনেজুয়েলায় তীব্র রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে।

Bootstrap Image Preview