Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'হামলার প্রতিবাদে' হেলমেট পড়ে বিজেপি নেতাদের সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হেলমেট মাথার সুরক্ষার জন্য ব্যবহৃত একধরনের শিরোস্ত্রাণ বা মাথার বর্ম বিশেষ। হেলমেট মাথাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। সাধারণত মোটরসাইকেল চালনার ক্ষেত্রে ও ক্রিকেট মাঠে আমরা হেলমেটের ব্যবহার দেখতে পাই। কিন্তু সাংবাদিকদের হেলমেট পড়ে সাক্ষাৎকার নেয়ার অভিনব এক দৃশ্য দেখা গেল ভারতের ছত্তিশগড়ে।

গত শনিবার (২ ফেব্রুয়ারি) দেশটির এক সংবাদমাধ্যমের কর্মীকে বেধড়ক মারধর করেছেন বিজেপির জেলা সভাপতিসহ চার কর্মী। এর প্রতিবাদে হেলমেট পড়ে বিজেপি নেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন রায়পুরের সাংবাদিকরা। বিজেপির রায়পুরের জেলা সভাপতি রাজীব আগারওয়ালের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন সুমন পাণ্ডে নামের এক সাংবাদিক।

রায়পুরে বিজেপি নেতাদের অনুষ্ঠানে এখন অধিকাংশ সাংবাদিকই হেলমেট পড়ে যাচ্ছেন। তাদের দাবি, নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল দোষীদের শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছেন।

দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি বিধানসভা নির্বাচনে হারের কারণ নিয়ে আলোচনার জন্য শনিবার বিজেপি দফতরে একটি বৈঠক ছিল। অন্য সাংবাদিকদের সঙ্গে সুমন পাণ্ডেও হাজির ছিলেন বিজেপি দফতরে। বৈঠক চলাকালীন নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছত্তিশগড়ের বিজেপি নেতারা। সেসময় নিজের মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করছিলেন সাংবাদিক।

বিজেপি নেতারা সেটা দেখতে পেয়ে, ওই সাংবাদিককে ভিডিও রেকর্ডিং বন্ধ করতে বলেন। এরপর তার ফোন কেড়ে নিয়ে তা ডিলিট করে দেয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে কয়েকজন তাঁর উপরে ঝাঁপিয়ে পড়েন এবং মারধর শুরু করেন। যদিও এই ঘটনার পর ক্ষমা চেয়েছেন রাজ্যের নেতারা।

কিন্তু এতেও ক্ষোভ মেটেনি রায়পুরের সাংবাদিকদের। তারা রাজীব আগারওয়াল নামে মূল অভিযুক্ত ওই ব্যক্তির বহিষ্কারের দাবিতে সরব হয়েছেন। সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন আইন আনার দাবিতে অভিনব প্রতিবাদ শুরু করেছেন।

 

Bootstrap Image Preview