Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনুমতি না নিয়ে জন্ম কেন, বাবা-মার বিরুদ্ধের মামলা করবে ছেলে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অনুমতি না নিয়ে কেন জন্ম দিলেন সেজন্য বাবা-মার বিরুদ্ধের মামলা করবেন বলে জানিয়েছেন রাফায়েল স্যামুয়েল নামে এক ব্যক্তি। ভারতের মুম্বাইয়ের বসবাসরত ২৭ বছরের এই ব্যক্তির পরিকল্পনার খবর বিশ্বজুড়ে বেশ ফলাও করে প্রচার হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাফায়েল একজন কট্টর ‘অ্যান্টিনাটালিস্ট’। তার বিশ্বাস, মানুষের সন্তান জন্মদান নৈতিকভাবে ভুল কাজ। ‘কারণ, মানুষ পৃথিবীর সম্পদের জন্য শুধু কষ্ট এবং বোঝা’।

‘অ্যান্টিনেটালিজম’ বিশ্বাসে মানুষের জীবন দুর্ভোগে পরিপূর্ণ বলে ধরে নেওয়া হয়। ওই দুর্ভোগে সমবেদনা জানাতে মানুষের সন্তান জন্মদান বন্ধ করে দেওয়া উচিত বলেও মানা হয়।
ফেসবুকে এক পোস্টে রাফায়েল লেখেন, তিনি তার বাবা-মা কে ভালোবাসেন। ‘কিন্তু নিজেদের আনন্দ এবং খুশির জন্য তারা আমাকে জন্ম দিয়েছেন।’

যদিও এখন তার ওই পোস্ট ফেসবুকে দেখা যাচ্ছে না বলে জানায় বিবিসি। তবে তার একাউন্টে এখনো এমন অনেক পোস্ট আছে যেগুলো ‘অ্যান্টিনাটালিজম’র কথা বলে। রাফায়েলের বিশ্বাস, সন্তান নিজের জীবনে যে দুর্ভোগ বা দুর্দশা সহ্য করে তার দায় সম্পূর্ণ তাদের বাবা-মায়ের।

তার একটি পোস্ট, ‘কেন আমি ভুগব? কেন আমাকে কাজ করতে হবে? কেউ নিজেদের আনন্দের জন্য আপনাকে জন্ম দিয়েছে।’

বাবা-মা’র বিরুদ্ধে মামলার পরিকল্পনার খবর প্রকাশের পর রাফায়েল তার মায়ের প্রতিক্রিয়াও ফেসবুকে তুলে ধরেছেন। এ বিষয়ে তার মা কবিতা করনাদ, ‘আমি অবশ্যই আমার ছেলের আমাদের আদালতে নেওয়ার দুঃসাহসী ইচ্ছার প্রশংসা করি, যেখানে সে জানে তারা বাবা-মা দুইজনই আইনজীবী। যদি রাফায়েল কীভাবে আমরা তার কাছে তাকে জন্ম দেওয়ার অনুমতি নিতাম সেটির গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারে, তবে আমি আমার ভুল স্বীকার করে নেব।’

Bootstrap Image Preview