Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অন্তরঙ্গ ছবি দিয়ে বিশ্বের শীর্ষ ধনীকে ব্ল্যাকমেল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২২ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অশ্লীল ছবি দিয়ে বিশ্বের শীর্ষ ধনী ও আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ব্ল্যাকমেল করা হয়েছে। মার্কিন ট্যাবলয়েড সাময়িকী ন্যাশনাল এনকোয়ারারের মালিকের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন বেজোস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে ২৫ বছর সংসারের পর গত মাসে ছাড়াছাড়ির ঘোষণা দেন বেজোস। এর পরপরই ন্যাশনাল এনকোয়ারার বেজোসের পরকীয়া সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

বেজোসের অভিযোগ, ট্যাবলয়েড পত্রিকা কিভাবে তার ব্যক্তিগত ছবি সংগ্রহ করেছে, সে বিষয়ে তদন্ত করতে চান তিনি। কিন্তু সাময়িকীর পরিচালনা প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইনকরপোরেশন (এএমআই) তাকে একটি তদন্ত করতে নিষেধ করেছে।

তবে এএমআইয়ের পক্ষ থেকে বিবিসিকে কোনো মন্তব্য করা হয়নি।

ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিক বেজোস বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে একটি ই-মেইলের কথা উল্লেখ করে জানান, এএমআইয়ের প্রতিনিধির পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে। বেজোসের প্রেমিকা সাবেক টিভি উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি প্রকাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

বেজোস আরও বলেছেন, এএমআই তার কাছ থেকে মিথ্যা বিবৃতি দাবি করে, ন্যাশনাল এনকোয়ারারে তাকে ও তার স্ত্রীকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।

বেজোসের অভিযোগ, গত বুধবার এএমআইয়ের এক আইনজীবী বিবৃতির বিনিময়ে ছবি প্রকাশ না করার প্রস্তাব দিয়েছেন। তবে তারা যেসব হুমকি আমাকে দিয়েছে তার সবকিছু আমি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।

ব্লুমবার্গের কোটিপতি সূচক অনুসারে, ৫৪ বছর বয়সী বিশ্বের শীর্ষ ধনী বেজোসের এখন সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার।

Bootstrap Image Preview