Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার সাজা বেড়ে আরও ১৩ বছর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে আরও ১২ বছর ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

একসময়ের জনপ্রিয় এই প্রেসিডেন্ট দুর্নীতির অপর এক মামলায় ইতিমধ্যে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িত একটি কোম্পানির কাছ থেকে খামারবাড়ির সংস্কারকাজের সুবিধা নেয়ার জন্য দোষী সাব্যস্ত হন লুলা। খবর বিবিসির।

তবে লুলার আইনজীবী জানিয়েছেন, নতুন এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা হবে।

লাতিন আমেরিকার প্রভাবশালী এ বামপন্থী নেতা ও সাবেক ট্রেড ইউনিয়নকর্মী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা আট বছর ধরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ৭৩ বছর বয়সী লুলা। এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়া ঠেকাতেই সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলকো ব্রাসিলসিরোর ইঞ্জিনিয়ারিং ফার্ম ওএএসএসএর কাছ থেকে ঘুষ হিসেবে একটি খামারবাড়ির ব্যাপক সংস্কারের মাধ্যমে তা নতুন করে সাজিয়ে নেয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক গ্যাব্রিয়েলা হারদিচি।

রায় ঘোষণার পর এক বিবৃতিতে লুলার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।

Bootstrap Image Preview