Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কোনো অবস্থাতেই আমি আমার পরিবারের সঙ্গেই আছি: প্রিয়াংকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবৈধ বৈদেশিক সম্পত্তি থাকা এবং জালিয়াতির অভিযোগে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে হাজিরা দেন প্রিয়াংকা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র।

বুধবার তার সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। খবর এনডিটিভির।

এক প্রশ্নের জবাবে প্রিয়াংকা সংবাদমাধ্যমকে বলেন, আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই। সেটি হলো- যে কোনো অবস্থাতেই আমি আমার পরিবারের সঙ্গেই রয়েছি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জামনগরের অফিসে স্বামীকে নামিয়ে সাদা ল্যান্ডক্রুজারে করে যান প্রিয়াংকা গান্ধী।

অর্থ জালিয়াতির মামলায় জড়িত রবার্ট ভদ্র এই প্রথম তদন্তের কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হলেন।

এর আগে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে রবার্ট বলেছিলেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে।

এ মামলায় আগাম জামিন নিতে সেখানে গিয়েছিলেন তিনি। আদালতের নির্দেশ মেনে সেখানে যান রবার্ট।

Bootstrap Image Preview