Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গান্ধীকে হত্যার পুনরাভিনয় করে দেখানোয় কারাগারে হিন্দু মহাসভা নেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তার হত্যাকাণ্ডের ঘটনা পুনরাভিনয় করে দেখানোয় হিন্দু মহাসভা নেত্রী পূজা পান্ডে ও তার স্বামী অশোক পান্ডেকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।

গত ৩০ জানুয়ারি ছিল ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী। মঙ্গলবার উত্তরপ্রদেশের তাপ্পাল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গান্ধীর হত্যাকাণ্ডের ঘটনার পুনরাভিনয়ে জড়িত থাকার দায়ে কট্টরপন্থী ওই গোষ্ঠীটির ১২ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, গেরুয়া শাড়ি পরা পূজা পান্ডে সাঙ্গপাঙ্গ নিয়ে গান্ধীর প্রতিকৃতি একটি এয়ারপিস্তল দিয়ে গুলি করেন। এর পর তাকে গান্ধীর হত্যাকারী নথুরাম গডসের ছবিতে মালা পরিয়ে দিতে দেখা যায়।

এতে ভারতজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম নিয়েছে। তবে আদালতের বাইরে পূজা পান্ডে বলেন, এ নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। আমরা কোনো অপরাধ করিনি। আমরা নিজেদের সাংবিধানিক অধিকার ব্যবহার করেছি।

নথুরাম গডসের প্রতি সম্মান দেখাতে গান্ধীকে হত্যার দিনটিকে সৌয্য দিবস হিসেবে পালন করছে হিন্দু মহাসভা। ১৯১৫ সালে মদন মোহন মালাবিয়া হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। নথুরাম এ সংগঠনেরই সদস্য ছিলেন।

Bootstrap Image Preview