Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্ষসেরা করদাতাদের সঙ্গে ইমরান খানের নৈশভোজের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫১ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের বর্ষসেরা করদাতাদের সঙ্গে নৈশভোজের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করতেই অভূতপূর্ব এ পুরস্কারের ব্যবস্থা করছে প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবর, পাকিস্তানের রাজস্ব বোর্ড দ্য ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) ইতিমধ্যেই একটি তালিকা প্রস্তুত করেছে।

এতে ২০১৮ সালের সর্বোচ্চ করদাতা হিসেবে ৫০ জন ব্যক্তিকে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই ঠিক হবে, কবে কখন তাদের সঙ্গে নৈশভোজের সময় দেবেন ইমরান খান।

অর্থনৈতিক সংকট নিরসনে পাকিস্তান যেসব পদক্ষেপ নিয়েছে তার অন্যতম আরেকটি পদক্ষেপ হল তুরস্ক ও রাশিয়ায় রক্ষিত দেশটির নাগরিকদের সম্পদের ব্যাপারে খোঁজ নেয়া। এতে এই দেশুগুলোর প্রতি আবেদন করা হয়েছে যেন, পাকিস্তানিদের সম্পদের ব্যাপারে তথ্য দেয়া হয় এবং তাদের সম্পদগুলো ফিরিয়ে আনতে সহযোগিতা করা হয়।

এদিকে পাকিস্তানে অনলাইন মূল্য পরিশোধ ব্যবস্থা বা অর্থ স্থানান্তরের ব্যবস্থা নেই। তাই দেশটি প্রতি বছর প্রচুর ক্ষতির সম্মুখীন হয় বলে মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। গত বছরের একটি সমীক্ষা অনুযায়ী দেশটি প্রায় দেড়শ’ কোটি ডলার হারিয়েছে।

এটি শুধু ব্যাংকের হিসাব, সব খাত মিলে এর পরিমাণ ৩শ’ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছে।

Bootstrap Image Preview