Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় সঙ্গীত না গাওয়ায় মুসলিম শিক্ষককে মারধর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের সাধারনতন্ত্র দিবসে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করায় এক মুসলিম শিক্ষককে এলাকার লোকজন বেধড়ক মারধোর করেন বলে অভিযোগ উঠেছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবদুল্লাপুরের এক স্কুলে। ওই শিক্ষকের নাম আফজাল হুসাইন।

জানা গিয়েছে, গত ২৬ জানুয়ারি ভারতের সাধারনতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের জাতীয় সংগীত বন্দেমাতরম গাইতে অস্বীকার করেন শিক্ষক আফজাল। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। তাকে বেধড়ক মারধোর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

আফজাল হুসাইন বলেন, ‘আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, আমার ধর্ম আমাকে বন্দে মাতরম গাওয়ার সম্মতি দেয় না। তাছাড়া ভারতের সংবিধানে কোথাও লেখা নেই আমাকে বন্দে মাতরম গাইতেই হবে। সেদিন আমার উপর যেভাবে হামলা হয়েছিলো, তাতে আমার প্রাণও চলে যেতে পারতো।’

তবে ওইদিনের ঘটনা প্রসঙ্গে বিহারের কাটিহার জেলার শিক্ষা আধিকারিক দীনেশ চন্দ্র দেব জানান, এই ধরনের ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

অন্যদিকে এই ঘটনায় বিহারের শিক্ষামন্ত্রী কে এন প্রসাদ জানান, ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করার অধিকার কারোরই নেই। এই রকম কেউ করে থাকলে তাকে ক্ষমা করা হবে না।

Bootstrap Image Preview