Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview


‘সুললিত কণ্ঠে সজ্জিত কর আল কোরআন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার।

চলতি বছরের পবিত্র রমজান মাসে কাতারে অনুষ্ঠিতব্য তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশসহ অর্ধশত দেশ অংশ নিচ্ছে। যার মধ্যে অংশগ্রহণ করবেন ১ হাজার ৭০০ হাফেজে কোরআন।

পহেলা রমজান শুরু হয়ে ২৬ রমজান ৫ জন চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার মধ্যদিয়ে প্রতিযোগিতার এবারের আসর শেষ হবে। প্রতিযোগিতার প্রতিটি পর্বের অনুষ্ঠান ধারাবাহিকভাবে সরাসরি সম্প্রচার করবে কাতার টিভি।

আয়োজক কর্তৃপক্ষের মুখপাত্র খালিদ আস-সাইয়েদ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এ বছর সব মিলিয়ে ১ হাজার ৭০০ হাফেজে কোরআন প্রতিযোগী ৫০ টি দেশের হয়ে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন। যার মধ্যে ১৬টি আরবদেশ এবং ৩৪টি আরবের বাইরের দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিবে।

Bootstrap Image Preview