Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫৭০ কোটি ডলারে মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরি করবেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন, মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার ঠেকাতে মেক্সিকো সীমান্তে ৫৭০ কোটি ডলার ব্যয় করে প্রাচীর নির্মাণের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দেশটির রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে ও বাংলাদেশ সময় বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কংগ্রেসের যৌথ অধিবেশনে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ নামে পরিচিত বার্ষিক ভাষণে তিনি এ আহ্বান জানিয়ে তিনি এসব বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। 

ভাষণের শুরুতেই ট্রাম্প বলেন, ‘তার এ ভাষণ রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির জন্য নয়। এই ভাষণ মার্কিন নাগরিকদের উদ্দেশে। কেননা, যুক্তরাষ্ট্র দুই দলের নয়, বরং এক জাতি হিসেবে পরিচালিত হবে। অবৈধ অভিবাসন থামানোর কথা বললেও বৈধ অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কোনও বাধা নেই বলে জানান ট্রাম্প। তবে বিদ্যমান অভিবাসন পদ্ধতি সংস্কার করে অবৈধ অভিবাসন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘কোনও দলের জন্য জেতাটা বিজয় নয়, দেশের জন্যে বিজয় হচ্ছে প্রকৃত বিজয়। জ্বালানি খাতে আমরা নতুন বিপ্লব তৈরি করেছি। তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনে যুক্তরাষ্ট্র পুরো দুনিয়ায় শীর্ষ অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি ঈর্ষণীয়। মার্কিন বাহিনী পুরো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। প্রতিদিনই বিজয় লাভ করছে যুক্তরাষ্ট্র।’

মার্কিন প্রেসিডেন্ট অভিবাসননীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘অভিবাসন পদ্ধতির সংস্কার যুক্তরাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এর মাধ্যমে আমেরিকানদের জীবন ও চাকরির নিশ্চয়তা নিশ্চিত হবে। যুক্তরাষ্ট্রের কর্মীবাহিনী ও রাজনীতিকদের মধ্যে বিভক্তির অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে অবৈধ অভিবাসীরা। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করে সে সমস্যার সমাধান করা সম্ভব।’

৫৭০ কোটি ডলারে প্রাচীর তৈরির ‘স্বপ্ন’ ভঙ্গ হলে, জাতীয় সংকট তৈরি হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন,‘আমি এটা নির্মাণ করাবো। দেয়াল যদি উঁচু হয়, অবৈধ সীমান্ত পারাপার কমে যায়।এই দেয়াল হবে একটি ইস্পাতের প্রাচীর, কংক্রিটের দেয়াল নয়। সীমান্তে শক্তিশালী প্রতিবন্ধকতা তৈরির ফলে অবৈধ উপায়ে সীমান্ত পারাপার কমেছে। এতে করে সানডিয়াগো এবং এল পাসোর মানুষের জীবন নিরাপদ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ- দুই কক্ষের সদস্যসহ অতিথিরা সেখানে উপস্থিত ছিলেন। এবারের কংগ্রেসে সর্বোচ্চসংখ্যক নারী সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ট্রাম্প। ওই সময় বিপুল করতালি দিয়ে এতে সমর্থন দেন নারী সদস্যরা।

এছাড়াও ভাষণ চলাকালে কংগ্রেসে উপস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিন যোদ্ধাকে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। ৫০ বছর আগে চাঁদে অবতরণকারী নভোচারী বাজ অলড্রিনকেও পরিচয় করিয়ে দেন তিনি।

Bootstrap Image Preview