Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাদা বরফের উপর দাঁড়িয়ে আছে ‘রহস্যময়’ জামা-প্যান্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রচণ্ড ঠান্ডায় জমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু প্রদেশ। সাদা বরফের আস্তরণে ঢেকে গেছে সেখানকার চারপাশ। কখনো আবার তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের ৪০ ডিগ্রি নীচে। 

ফলে গৃহবন্দি অবস্থায় জীবন কাটছে সেখানকার বাসিন্দাদের। তার পরেও নিজেদের মধ্যে ঠাট্টা বা মজা থামছে না বাসিন্দাদের। মাঝেমধ্যেই ঠান্ডাকে কাজে লাগিয়ে তাদের এক-একটি কীর্তিকলাপ হাসির রোল ফেলছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

সে রকমই সাম্প্রতিক #ফ্রোজেন_প্যান্টস_চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন। প্রচণ্ড শীতে জমে বরফ হয়ে যাচ্ছে জামা-প্যান্ট। এভাবে জমে শক্ত হয়ে যাওয়া প্যান্ট সারি বেঁধে বরফ জমে থাকা রাস্তার ধারে দাঁড় করিয়ে তার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করাই হচ্ছে #ফ্রোজেন_প্যান্টস_চ্যালেঞ্জ।

তবে প্যান্ট দিয়ে শুরু হলেও বর্তমানে জামাকাপড় বা টি-শার্ট সবকিছুই এই চ্যালেঞ্জের অংশ হয়ে দাঁড়িয়েছে। বহু মজার ছবি ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই।  ঠান্ডায় ফায়ার প্লেসের আগুনের বাইরে এভাবেই নিজেদের উষ্ণ রাখতে চাইছেন সেখানকার জনতা।

Bootstrap Image Preview