Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ার করলো ইরান

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview


সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে নতুন করে কোনো ধরনের হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক বার্তা পাঠালো ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানী সিরিয়া ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ার করে হামলা বন্ধের আহবান জানান।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) তেহরানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেমের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এসময় ইসরায়েলকে এ ধরনের ধৃষ্টতা অব্যাহত রাখলে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

বার্তা সংস্থা ফার্সের তথ্যমতে আগামী এপ্রিলে ইসরায়েলে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে সিরিয়ায় হামলা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, রিয়ায় জঙ্গিগোষ্ঠীকে মদদ দিতে বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনী এবং ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে।

 

Bootstrap Image Preview