Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'জাপানে জনসংখ্যা হ্রাসে নারীরাই দায়ী'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩০ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


জাপানের জনসংখ্যা কমে যাওয়ার জন্য সন্তানহীন নারীদের দায়ী করে দেশটির উপ-প্রধানমন্ত্রী তারো আসো বলেছেন, অনেক মানুষ রয়েছেন, যারা বয়স্কদের দায়ী করছেন; কিন্তু এটা সঠিক নয়। সমস্যা হলো তাদের নিয়েই যারা সন্তান জন্ম দিচ্ছে না এবং এই সন্তান নেয়াকে নীতিবাচক হিসাবে দেখছেন।

স্থানীয় সময় মঙ্গলবার তিনি পার্লামেন্টের বাজেট অধিবেশনে এ কথা বলেন।

ইতোপূর্বে এক ভাষণে তিনি সামাজিক নিরাপত্তা ব্যয় বৃদ্ধির জন্য বয়স্কদের দায়ী করার বিষয়টিও প্রত্যাখ্যান করেছিলেন। ৭৮ বছরের এই তারো আসো জাপানের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে পার্লামেন্টে বাজেট অধিবেশনে বিরোধী দলের এক এমপির প্রতিবাদ ও সমালোচনার মুখে এই বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমে তার সে বক্তব্য যথাযথভাবে তুলে ধরা হয়নি বলেও তিনি অভিযোগ করেছেন।

তিনি বলেন, জাপানের মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি মানুষের বয়স ৬৫ বছরের বেশি। ১৯৭০ সাল থেকেই দেশটির জনসংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে । ২০১৭ সালে দেশটিতে ৯ লাখ ৫০ হাজারের কম শিশু জন্মগ্রহণ করেছে। বিপরীতে মৃত্যুবরণ করেছে প্রায় ১৩ লাখ মানুষ।

১৯৯০ সাল থেকে জাপান সন্তান জন্ম বৃদ্ধি করতে সর্বপ্রথম কিছু নীতি গ্রহণ হাতে নিয়েছিল। এই নীতির আওতায় শিশু যত্ন সেবা, আবাসন ও সন্তান নেওয়া পরিবারের জন্য সরকারি বিশেষ সুবিধা চালু করা হয়। তবে এখনো দেশটির কর্মরত নারী ও পুরুষের জন্য ক্যারিয়ার ঠিক রেখে সন্তান নেয়া অতি কঠিন কঠিন হয়ে দাঁড়িয়েছে ।

Bootstrap Image Preview