Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার সঙ্গে পাঙ্গা নিবেন না, পাঙ্গা নিলে আমি চাঙ্গা হই: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৪ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে উদ্দেশ করে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পাঞ্জাবিতে একটা কথা আছে। পাঙ্গা। বিজেপিকে বলছি, আমার সঙ্গে পাঙ্গা নেবেন না। পাঙ্গা নিলে আমি চাঙ্গা হই।’

মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) দেশটির আদালতের রায় তার পক্ষে যাওয়ার পরও ধরনা মঞ্চে দাঁড়িয়ে এভাবেই বিজেপির ওপর ক্ষোভ ঝেড়ে দিয়েছেন মমতা।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের এক নির্দেশনায় বলা হয়, সারদা চিট ফান্ড মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সেই জেরা হবে নিরপেক্ষ জায়গায়, দিল্লি বা কলকাতা নয়, হবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে।কিন্তু কোনো রকম দমন-নীতির আশ্রয় নিতে পারবে না সিবিআই।

আদালতের রায়ের পর মুখ্যমন্ত্রী তখনও ধরনার মঞ্চে বলেই চলছিলেন, ‘নো অ্যারেস্ট! উই আর সো গ্রেটফুল। ইটস আওয়ার ভিকটরি।এটা আমাদের সকলের নৈতিক জয়। সেভ ইন্ডিয়ার জয়। বাংলার মানুষের জয়।’

এ সময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও মমতার সঙ্গে গলা মিলিয়ে বিজেপিকে একহাত দিয়েছেন। তিনি বলেন,‘অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মমতা ম্যাডামকে এভাবে ধরনায় বসতে হলো। বিজেপি সারা দেশে স্বৈরাচারী চালাচ্ছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আমার রাজ্যেও একই কাণ্ড ঘটিয়েছে বিজেপি।’

তিনি আরও জানান, তিনি (মমতা) ব্যক্তি হিসেবে আসেননি এই ধরনা মঞ্চে। তিনি এসেছেন, বিজেপিবিরোধী ২৩টি দলের প্রতিনিধি হিসেবে। এর আগে দিল্লির বৈঠকেও তারা আলোচনা করেছেন, কীভাবে সিবিআই, ইডি, রিজার্ভ ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করে চলেছেন মোদী-শাহ জুটি।

তবে তিন দিনের মাথায় আদালতের রায়ের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধরনা তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Bootstrap Image Preview