Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন যুগের আহ্বান জানিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক জট ভেঙ্গে ফেলতে এবং আমেরিকার প্রতিশ্রুতি প্রকাশে সহযোগিতার নতুন যুগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার  স্টেট অব দ্য ইউনিয়নে তার ভাষণে তিনি এ আহ্বান জানান।

ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশের জনসাধারণকে নিরাপদ রাখতে পারি, আমাদের পরিবারকে শক্তিশালী করতে পারি, আমাদের সংস্কৃতি সমৃদ্ধ, আমাদের বিশ্বাস দৃঢ় এবং আগের যেকোন সময়ের তুলনায় আমাদের মধ্যবিত্ত শ্রেণীর আকার বিশাল ও আরো সমৃদ্ধশালী।’

তিনি বলেন, তবে আমাদেরকে রাজনৈতিক শত্রুতা ও বিরোধিতা অবশ্যই প্রত্যাখান করে সম্ভাব্য আন্তরিক সহযোগিতার হাত বাড়াতে হবে। সকলে মিলে আমরা দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা ভেঙ্গে ফেলতে পারি।

এছাড়া ট্রাম্প তার ভাষণে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে দেয়াল অবশ্যই নির্মাণ করতে হবে বলে ট্রাম্প উল্লেখ করেন।

বক্তৃতাকালে কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষধের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview