Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তর কোরিয়া সফরে মার্কিন দূত স্টিফেন বিয়েগান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উনের দ্বিতীয় বৈঠককে সামনে রেখে উত্তর কোরিয়া সফর করছেন মার্কিন দূত স্টিফেন বিয়েগান। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়াকে পরমানু নিরস্ত্রীকরণে পরিকল্পনা তৈরি করা তার উদ্দেশ্যে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর উত্তর কোরিয়া সফরে যান এ মার্কিন দূত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প-কিম তাদের বৈঠকে যেসব প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তার অগ্রগতি এগিয়ে নিতেই এ সফর।

এর আগে জাতিসংঘের একটি প্রতিবেদনে সতর্ক করে দেয়া হয় যে, উত্তর কোরিয়া তাদের অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

গত জুনে কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে বৈঠক অনেক আশাবাদ জাগালেও তার পর পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে খুব একটা অগ্রগতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।

Bootstrap Image Preview