Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ত্রন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ ও কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ যৌথভাবে একটি শোভাযাত্রার আয়োজন করে। 

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘জ্ঞান সমৃদ্ধ নেতৃত্ব না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে যে স্বীকৃতি পেয়েছে তা একটি নেতৃত্বে কারণে। সেই নেতৃত্বের গুণাবলী শুধু রাজনীতিতে নয়, নেতৃত্ব আসে গুণাবলী শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, নাটক, খেলাধূলা ইত্যাদি ক্ষেত্র থেকে। এই নেতৃত্ব যদি জ্ঞান সমৃদ্ধ না হয়, দূরদর্শী, সততা এবং দেশপ্রেম না থাকে তবে তা দিয়ে কোনো কাজে আসবে না। দেশের উন্নয়নও সম্ভব হবে না। তাই জ্ঞান অর্জনের মধ্যদিয়ে সত্যিকারের মানুষ হতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview