Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক টেস্টে লঙ্কান ব্যাটসম্যানের জোড়া দ্বিশতকের নজির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


বিশ্বক্রিকেটের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে দুই ইনিংসে জোড়া দ্বিশতক হাঁকিয়ে নজির স্থাপন করলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা। এতেই একই টেস্ট ম্যাচে জোড়া দ্বিশতরান করে আট দশক আগে আর্থার ফ্যাগের গড়া সেই নজিরে ভাগ বসালেন বছর আঠাশের এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান।

৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ম্যাচে শ্রীলঙ্কার নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবের (এনসিসি) অধিনায়ক হয়ে পেরেরা সিংহলি স্পোর্টস ক্লাবের (এসএসসি) বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০১ ও দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করেন। শ্রীলঙ্কার ঘরোয়া লিগে চার দিনের এই ম্যাচটি ড্র হলেও কিন্তু ইতিহাসে নিজের নাম খোদাই করে নেন পেরেরা।

পেরেরার আগে ৮১ বছর আগে অর্থাৎ ১৯৩৮ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব ছুঁয়েছিলেন আর্থার ফ্যাগ। কেন্টের হয়ে ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে দুই ইনিংসেই দ্বিশতরান এসেছিল ফ্যাগের ব্যাট থেকে। এসেক্সের হয়ে সেই ম্যাচে প্রথম ইনিংসে অপরাজিত ২০২ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ২৪৪ রান এসেছিল এই ইংরেজ ব্যাটসম্যানের থেকে।

Bootstrap Image Preview