Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হচ্ছে নওয়াজ শরিফকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হচ্ছে পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে।

দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সরকারের সঙ্গে আঁতাত করে নওয়াজ চিকিৎসার নাম করে লন্ডন যাচ্ছেন বলে কথা উঠেছে।

তবে সমালোচকদের এসব কথা সত্য নয় বলে দাবি করছে নওয়াজ শরিফের দল পিএমএল-এন।

পাঞ্জাবের প্রদেশিক তথ্যমন্ত্রী ফায়াজুল হাসান চৌহান সোমবার রাতে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নওয়াজ শরিফের মেডিকেল রিপোর্ট বলছে- তিনি সুস্থ্য আছেন। অথচ তিনি চিকিৎসার কথা বলে লন্ডন যেতে চাচ্ছেন।

তবে নওয়াজের পরিবারের দাবি, বিরোধীদলীয় এ নেতার কিডনিতে পাথর ধরা পড়েছে। জরুরিভিত্তিতে চিকিৎসার জন্য তাকে লন্ডন নেয়া প্রয়োজন।

 

Bootstrap Image Preview