Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইংলিশদের সঙ্গে ব্যবধান কমালো ভারতের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


সোমবার ওয়ানডে ফর্ম্যাটের সাম্প্রতিক র‌্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমিয়েঠে ভারত। তবে ওয়ানডে সিরিজে ভারতের সঙ্গে ৪-১ ব্যবধানে হারার পর এক ধাপ নিচে নেমে গেলে কিউইয়া। 

টানা দুই সিরিজ জয়ে আইসিসির র‍্যাঙ্কিং তালিকায় ভারতের অবস্থান আরও পোক্ত করল। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর ফলে ভারতের পয়েন্ট বেড়ে হয়েছে ১২২। নতুন তালিকায় ইংল্যান্ড (১২৬)-এর পরেই রয়েছে ভারত।

নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দলীয় র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড পিছিয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার পরে চলে গিয়েছে তাঁরা। ব্ল্যাকক্যাপস এখন চারে। তিনে দক্ষিণ আফ্রিকা। দুটি দলেরই পয়েন্ট ১১১। পাঁচে পাকিস্তান। 

এদিকে বছরের শেষ দিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে সাত পয়েন্ট কম অথাৎ ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম স্থানে শ্রীলঙ্কা, নয়ে ওয়েস্ট ইন্ডিজ ও দশে আফগানিস্তান।

এদিকে গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভালো পারফরম্যান্সের জেরে র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন মহেন্দ্র সিংহ ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন ১৭ নম্বরে ধোনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। ২০১৬-র জানুয়ারিতে তালিকার শীর্ষে ছিলেন বোল্ট। এখন তাঁর আগে রয়েছেন বুমরাহ ও আফগান স্পিনার রশিদ খান। যজুবেন্দ্র চাহল এক ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে। ভুবনেশ্বর কুমার ছয় ধাপ এগিয়ে এখন ১৭ তম স্থানে।

অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর আসনটাই ধরে রেখেছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক টেস্ট ও ওয়ান-ডে ফর্ম্যাটের মগডালেই বসে রয়েছেন।  অন্য ব্যাটসম্যানদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এক ধাপ এগিয়ে আটে এলেন। তাঁর সতীর্থ হাশিম আমলা তিন ধাপ এগিয়ে ১৩ নম্বর স্থানে।

Bootstrap Image Preview