Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধোনির থেকে সকল ক্রিকেটারকে সাবধান থাকার বার্তা দিল আইসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


‘উইকেটের পেছনে ধোনি থাকলে কখনোই ক্রিজ ছেড়ো না’- নিজেদের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন টুইট করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫২ রান করে ভারত। জবাবে ২১৭ রানে গুটিয়ে ৩৫ রানে ম্যাচ হারে নিউজিল্যান্ড। কিউইদের ইনিংস চলাকালীন ব্যাটসম্যান জেমস নিশামের বিপক্ষে স্পিনার কেদার যাদবের বলে এলবিডব্লু আবেদন করে ভারত। সেই আবেদনে সাড়া দেননি নন-স্ট্রাইকের আম্পায়ার। ঐ সময়ে সিঙ্গেলস নেওয়ার চেষ্টায় ক্রিজে ছেড়ে বাইরে চলে এসেছিলেন নিশাম।

এই ফাঁকে বল মাঠ থেকে কুড়িয়ে উইকেট ভেঙে দেন ভারতের উইকেটরক্ষক ধোনি। ফলে ৩২ বলে ৪৪ রান করে আউট হন নিশাম। মূলত কোহলির এমন স্ট্যাম্পটিং ভারতের ম্যাচে ম্যাচ জয়ে বড় অবদান রেখেছিল। ম্যাচের পরেই ধোনির করা সেই আউটটি সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই নিয়ে এখনো আলোচনা সর্বত্র। বাদ পড়েনি আইসিসিও।

জাপানি শিল্পী ও শান্তি রক্ষাকর্মী ইয়োকো ওনো একটি টুইট করেন, যাতে লেখা ছিল, ‘আমাদের এমন কিছু উপদেশ দিন যাতে আমাদের জীবন সুখের ও শান্তির হতে পারে।’ তখনই আইসিসির তরফে এর উত্তরে লেখা হয় যে, ‘মহেন্দ্র সিংহ ধোনি যখন উইকেটের পেছনে থাকবেন, তখন ভুল করেও যেন ব্যাটসম্যানেরা ক্রিজ না ছাড়েন।’ গতকালের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির অসাধারণ তৎপরতায় রান আউট হন কিউয়ি ব্যাটসম্যান জিমি নিশাম। তারপরই সোশ্যাল মিডিয়ায় ধন্য ধন্য পড়ে যায় ধোনিকে নিয়ে। সেই প্রেক্ষিতেই আইসিসির এই টুইট।

Bootstrap Image Preview