Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাকসু সংলাপ শুরু ৭ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। রাকসু সংলাপ কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দিন রাবি শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সাথে সংলাপে বসবে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সংলাপ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, তথ্য জমা দেওয়া ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসা হবে। বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র, কমিটির তালিকা দেওয়ার আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে সাত দিনের মধ্যে সংগঠনগুলোকে প্রক্টর অফিসে ওইসব তথ্য জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১০টি রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের গঠনতন্ত্র ও কমিটির তালিকা জমা দেয়।

Bootstrap Image Preview