Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেমঘটিত বিরোধের জেরে জবি’র ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রেমঘটিত বিরোধের জের ধরে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত চারজন হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শাহরিয়ার রহমান শান্ত (আইডি নং: বি-১৭০৩০২০৪৬), তৌহিদুল ইসলাম তুহিন (আইডি নং: বি-১৭০৩০২০৬৯), অর্থনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান (আইডি নং: বি- ১৬০৪০১০৫৮) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আশরাফুল আল রিফাত।

গত রবিবার (৩ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিবাদমান দুইপক্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে শৃংখলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ও পরে আধিপত্য ধরে রাখার জের ধরে গত রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীন মোল্লাসহ প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্যও।

হেলমেট পরিহিত ছাত্রলীগের দুইপক্ষের কর্মীরা লোহার রড,লাঠি, হাতুড়ি, চাপাতি, বটিসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়।

জানা যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী আইয়ুব তুহিন ও সভাপতির পক্ষের কর্মী মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে পছন্দ করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তুহিন এই ছাত্রীর সঙ্গে গল্প করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিনকে মারধর করেন মেহেদী হাসান ও তাঁর বন্ধুরা। এতে তুহিনের মাথা ফেটে যায়। এর কিছু সময় পর তুহিনের বন্ধুরা একত্রিত হয়ে মেহেদী হাসান ও তাঁর বন্ধুদের মারধর করেন।

এ ঘটনার জের ধরে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা। সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীনের পক্ষের নেতা–কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাঁরা ধাওয়া দেন। পরে পেছনের ফটক (পাটুয়াটুলী) দিয়ে ক্যাম্পাসে ঢুকে শহীদ মিনারের সামনে অবস্থান নেন সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে সহকারী প্রক্টর শাহীন মোল্লা আহত হন।

Bootstrap Image Preview