Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৃথিবীতে আছড়ে পরেছিল ভিন গ্রহের যান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪০ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪০ PM

bdmorning Image Preview


সময় ১৯৪৭ সাল। স্থান আমেরিকার নিউ মেক্সিকোর রসওয়েল। হঠাৎ প্রচণ্ড বেগে গোল চাকতির মতো একটি বস্তু আকাশ থেকে সেখানে বিকট শব্দে আছড়ে পড়ল।

সেই জায়গাটির প্রচুর মানুষ দৃশ্যটি নিজ চোখে দেখেছে। সবাই ছুটে গেল সেখানে। কিন্তু আগুনের প্রচণ্ড তাপ ফুলকির মতো বের হওয়ার কারণে কাছে ঘেঁষতে পারছিল না কেউ।

কিছুক্ষণ বাদেই বিরাট আর্মির দল এসে জায়গাটি ঘিরে ফেলল। আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা শুধু সাংবাদিকদের জানিয়ে গেলেন, বিরাট চাকতির মতো একটি বস্তু আকাশ থেকে পড়েছে। যেন কোনো আকাশযান। বাকিটা পরে জানতে পারবেন।

পরদিন সব পত্রিকায়ও এ সংক্রান্ত খবর ছাপা হল। তাহলে কি এটা ইউএফও! এলিয়েনরা তাহলে আসলেই পৃথিবীতে চলে এসেছে!

কিন্তু কয়েক ঘণ্টা বাদেই শুরু হল সরকারি ধোঁকাবাজি। ঘণ্টায় ঘণ্টায় তারা নতুন করে গল্প ফাঁদতে লাগল। একবার বলল, এটা আর্মিদেরই নতুন আকাশযান।

আবার পরে বলল, এটা নাকি উল্কাপিণ্ড! সত্যটা আর কখনও জানা যায়নি এরপর।

Bootstrap Image Preview