Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


উত্তরপশ্চিম নাইজেরিয়ার রান শহরে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছেন। কট্টরপন্থী সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়েছে। সাম্প্রতিক অতীতের মধ্যে এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা বলে রোলগবামপা স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

জানা গেছে, গত রবিবার ভোরে মোটরবাইকে চেপে ক্যামেরুন সীমান্ত লাগোয়া এই শহরটিতে হানা দেয় সন্ত্রাসবাদীদের একটি দল। বেশ কিছু ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ প্রাণ হারান। আর যারা প্রাণভয়ে শহরের বাইরে পালিয়েছিলেন তাঁদেরকেও ছাড়েনি আক্রমণকারীরা। শহরের বাইরে তাদের আটক করে খুন করা হয় বলে ওই স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে একটি উপগ্রহ ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, 'শতশত বাড়ি জ্বলছে।' গোটা শহর ধ্বংস হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Bootstrap Image Preview