Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরান-ইইউ লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০২ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পাশ কাটিয়েই দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে যাচ্ছে ইউরোপের কয়েকটি দেশ। জার্মান গণমাধ্যম এনডিআর এমন সংবাদ প্রকাশ করেছে।

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য একটি পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে ইরানের সঙ্গে লেনদেন করা হবে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হবে সেটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্য বিশ্লেষকরা। তারা মনে করছেন, ইউরোপের দেশগুলো লেনদেন করতে পারবে ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের বিষয়টিও মাথায় রাখতে হবে।

ইউরোপের বেশ কয়েকটি দেশ লেনদেনের জন্য এরইমধ্যে নিবন্ধন কার্যক্রমও শেষ করেছে। লেনদেন পদ্ধতিটিকে ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অব ট্রেড এক্সচেঞ্জ তথা ইনসটেক্স নাম দেয়া হয়েছে।

ইউরোপ বলছে, এই বাণিজ্যিক পদ্ধতিতে প্রাথমিকভাবে খাবার, ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতি বিক্রি করা হবে। ভবিষ্যতে এই লেনদেন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে ইরানের সঙ্গে লেনদেন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে দিয়েছেন।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয়টি পরাশক্তি দেশের সাথে ইরানের যে চুক্তি হয়, তার ফলে দেশটি তাদের পারমাণবিক কার্যক্রম শিথিল করার ঘোষণা দেয়। পরে ২০১৮ সালে ট্রাম্প এই চুক্তি ভঙ্গ করেন এবং পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করেন। এতে ফের চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছে ইরান।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, পারমাণবিক চুক্তি ইরান ভঙ্গ করেনি, তাই ইরানের সঙ্গে লেনদেন চলতেই পারে।

Bootstrap Image Preview