Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পর্দা উঠল কলকাতা বইমেলার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৪ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


পর্দা উঠল কলকাতা আন্তর্জাতিক বই মেলা ২০১৯-এর। এ দিয়ে ৪৩তম বর্ষে পা রাখল কলকাতা আন্তর্জাতিক বইমেলা।

বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে এ বইমেলার উদ্বোধন করা হয়।

১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলায় বাংলাদেশ দিবস ১০ ফেব্রুয়ারি। তার আগে ৭ ফেব্রুয়ারি দুই বাংলার কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের নিয়ে মেলার আয়োজকরা বিশেষ একটি সেমিনারের আয়োজন করেছে।

বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, কলকাতা বইমেলা বিশ্বের সেরা বইমেলা। বইয়ের মধ্যেই রয়েছে শিক্ষা-সংস্কৃতি। তাই বইয়ের কোনো বিকল্প নেই।

এ বারের বইমেলায় থিম কান্ট্রি গুয়াতেমালা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়ো। মেলায় থাকছে ৬০০টি বইয়ের স্টল এবং ২০০ লিটল ম্যাগাজিন।

মেলায় নজরদারি বাড়াতে বসানো হয়েছে দু’টি ওয়াচ টাওয়ার, থাকছে অ্যান্টি মলেস্টেশন স্কোয়াড, অ্যান্টি ক্রাইম স্কোয়াড এবং র্যাপিড অ্যাকশন ফোর্স। বিশেষ ওয়াইফাই পরিষেবার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অ্যাপের মাধ্যমে স্টল খোঁজার সুবিধাও রাখা হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে।

তবে কলকাতার গণমাধ্যম খবর অনলাইনের প্রতিবেদনে উঠে এসেছে উদ্বোধনের দিনেও অগোছালো ছিল মেলার আয়োজন। উদ্বোধনের দিন দেখা গেল- বইয়ের স্টল আছে, বই আছে। সঙ্গে আছেন অসংখ্য শ্রমিকও! তারা নিজেদের কাজে অতি ব্যস্ত। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টল নির্মাণ সামগ্রী।

মমতারই সাতটি বই
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বইমেলার উদ্বোধনী মঞ্চ আর মুখ্যমন্ত্রীর বই প্রকাশের অনুষ্ঠান কার্যত একাকার হয়েছিল। একযোগে সাতটি বই প্রকাশিত হল, মমতার। কিছুটা লাজুক সুরে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বইমেলাকে কেন্দ্র করেই লিখি আমি। তাড়াহুড়োয়, ক্যাজুয়ালি লেখা। প্রুফ দেখারও টাইম পাইনি। ভুলত্রুটি মাফ করবেন।’

Bootstrap Image Preview