Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে অপহণের ৬দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: 
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


নোয়াখালীর সেনবাগ উপজেলায় অপহণের ৬দিনে পর তাসলিমা আক্তার (১৩) নামের ৭ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে উদ্ধারসহ মোঃ শাকিল (১৮) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

জানা যায়, আজ ভোর রাত্রে সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার খাজুরিয়া গ্রামের হাওয়া মেম্বারের বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে। 

তাসলিমা লেমুয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও ঠনারপাড় গ্রামের মিঝি বাড়ির আবুল বাশারের মেয়ে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এর আগে গত ২২ জানুয়ারী ভোর সাড়ে ৫টার সময় ভিকটিম প্রকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে অপহরণকারী বখাটে শাকিল ও তার অপর ২ সহযোগী আবদুল হাই, খোদেজা বেগমের সহযোগীতার স্কুল ছাত্রী তাসলিমাকে অপহরণ করে। এর পর তার পিতা আবুল বাশার বাদী হয়ে গত ২৭ জানুয়ারী একটি অপরহরণ মামলা দায়ের করে। মামলা নং ৯। 

এরপর পুলিশ উপজেলার খাজুরয়িা গ্রামের হাওয়া মেম্বারের বাড়িতে অভিযান চালিয় ভিকটিম ও অপরহরণকারীকে গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview