Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি কারাগারে ‘শাস্তি’ হিসেবে নারীদের চুমু দেওয়া হয়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:৫২ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:৫২ PM

bdmorning Image Preview


সৌদি আরবের কারাগারে সংশ্লিষ্ট কারারক্ষী, তদন্তকারী ও জিজ্ঞাসাকারীদের বিরুদ্ধে বন্দি নারী মানবাধিকার কর্মীদের একে অপরকে চুমো দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

এছাড়া জিজ্ঞাসাবাদের নামে নারী বন্দিদের ওপর অমানসিক নির্যাতন, যেমন- বৈদ্যুতিক শক দেয়া, একজন আরেকজনকে চুমু দিতে বাধ্য করা এবং মজা নিয়ে দৃশ্য উপভোগ করেছে জিজ্ঞাসাবাদকারীরা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক অনুসন্ধানে এমন লোমহর্ষক তথ্য উঠে এসেছে।

গত বছরের মে থেকে সৌদির বিভিন্ন কারাগারে বন্দি বেশ কয়েকজন নারী বন্দির সাক্ষাৎকার নিয়েছে অ্যামনেস্টি। সেখানে অন্তত ১০ জন নারী মানবাধিকার কর্মীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর প্রমাণ পাওয়া গেছে।

এমন খবরে উদ্বেগ জানানোর পাশাপাশি সৌদি আরবে স্বাধীন পর্যবেক্ষণ দলের প্রবেশাধিকারের দাবি জানিয়েছে সংস্থাটি।

গত বছরের নভেম্বরের শেষদিকে আরেক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, পুরুষ মানবাধিকার কর্মীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রেখেছে সৌদি আরব। আর নারী মানবাধিকার কর্মীদের ওপর যৌন নির্যাতন। গত বছরের মে থেকে গ্রেফতার বহু নারী ও পুরুষ অধিকার কর্মীর ওপর এ ধরনের বর্বরতা চালিয়ে আসছে দেশটির প্রশাসন।

Bootstrap Image Preview