Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে প্রিয়াংকাকে অভিনন্দন জানিয়ে স্বামীর স্ট্যাটাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:১০ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লোকসভা নির্বাচনের আগে প্রিয়াংকা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে এনে চমক দিল ভারতের জাতীয় কংগ্রেস। বুধবার তাকে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এদিকে প্রিয়াংকা গান্ধী ভদ্রকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন তার স্বামী রবার্ট ভদ্র। তিনি লিখেছেন, তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছি।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, প্রিয়াংকা গান্ধী ভদ্রকে সর্বভারতীয় সংগঠন এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হলো। তিনি উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাধব রাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্যকে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের দায়িত্ব দেয়া হয়েছে।

এর মাধ্যমে লোকসভা ভোটে বিজেপির শক্ত ঘাঁটি ও যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের দায়িত্ব দলের দুই তরুণ নেতানেত্রীর হাতে দিয়ে মোদির বিরুদ্ধে আরও একবার মাস্টারস্ট্রোক দিলেন কংগ্রেস সভাপতি।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে ৪৭ বছর বয়সী প্রিয়াংকার রাজনীতিতে আসার খবরে কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

দুই নতুন নিয়োগ সম্পর্কে রাহুল গান্ধীর বক্তব্য হলো- ‘প্রিয়াংকা-জ্যোতিরাদিত্যর ওপর আস্থা রাখুন। ওরা দুজনে আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে ভালো ফল করবে।’

কংগ্রেস সূত্র জানায়, শুধু দলের সাধারণ সম্পাদক নন, মা সোনিয়া গান্ধীর সংসদীয় আসন রায়বেরিলিতেও প্রার্থী হতে পারেন প্রিয়াংকা। অসুস্থতার কারণে এবার সোনিয়া ভোটে লড়বেন না। এই রায়বেরিলি থেকেই একসময় সংসদে নির্বাচিত হতেন স্বয়ং ইন্দিরা গান্ধী।

এদিকে বিজেপি প্রিয়াংকার দায়িত্ব পাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করে বলেছে, ‘রাহুলে ভরসা নেই। তাই নতুন মুখ নিয়ে আসা হলো। কিন্তু তাতে কংগ্রেসের পক্ষে হাওয়া উঠবে না। লোকসভা ভোটে জিতবে বিজেপি। ফের প্রধানমন্ত্রী হবেন মোদি।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রিয়াংকা সক্রিয় রাজনীতিতে নামায় এবার উত্তরপ্রদেশে চাপে থাকা কংগ্রেস কিছুটা হলেও অক্সিজেন পাবে।

Bootstrap Image Preview